Header Ads

Header ADS

রমজান উপলক্ষে ৮০০ পন্যের দাম কমালো কাতার | Islamic Knowladge

 রমজান উপলক্ষে ৮০০ পন্যের দাম কমালো কাতার । Islamic Knowladge

রমজান উপলক্ষে ৮০০ পন্যের দাম কমালো কাতার



আর কয়েকদিন পর শুরু হবে পবিত্র মাহে রমজান মাস । এ উপলক্ষে ৮০০'র বেশি পন্যের দাম কমানোর ঘোষনা দিয়েছে কাতার সরকার ।

মঙ্গলবার কাতারের বানিজ্য ও শিল্প মন্ত্রনালয় এই ঘোষনা দেয় । ২৩ মার্চ থেকে এই মুল্যছার কার্যকর হবে । এই উদ্যেগে সহযগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠাঙ্গুলো ।

এ বছর রমজান উপলক্ষ্যে দাম কমানো পন্যেগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পন্যে, গুড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ, ও বতলজাত পানি, লেবু, চাল, শাকসবজি, মুরগি, ডিম, গোশত, চা, ঘি, লবন পন্যে ইত্যাদি ।

আরো দেখুনঃ নামাজ মানুষকে সব ধরনের বদ অভ্যাস থেকে দূরে রাখে । Islamic Knowladge

No comments

Powered by Blogger.