Header Ads

Header ADS

Real History Of Ertugrul gazi | Kahini | Islamic Knowladge


 Real History Of Ertugrul gazi | Kahini | Islamic Knowladge

আর্তুগ্রুল গাজী

হয়তো ইতিমধ্যেই আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ আরতুগ্রুল গাজীর ব্যাপারে জেনেই গিয়েছেন ৷ 

সেই সময় এই দুনিয়ার মুসলমানরা সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছিল ৷ চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা মুসলিমদের উপর একেবারে বিধ্বংসী রূপে ঝাঁপিয়ে পড়েছিল ৷ 

 

একটি অনুমান মোতাবেক চেঙ্গিস খান তার সম্পূর্ণ জীবনে মোটামুটি আড়াই কোটি মুসলিম কে হত্যা করেছিল ৷ 

 

আর এটাই সেই সময়কার পরিসংখ্যানে একটি বিশাল এক অংক ৷ সেই আর্তুগ্রুল গাজীই ছিল যার পরিশ্রমের কারণে তুর্কিতে অবস্থিত ছোট ছোট কাবিলা গুলো একত্রিত হয়ে মোঙ্গলদের এই জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে তারা একত্রে রুখে দাঁড়িয়েছিলেন ৷ 

 

তারপর তাদের সামনের দিকে এগিয়ে গিয়ে আরতুগ্রুল গাজীর ছোট পুত্র ইসুয়াল এই কাবিলার বুনিয়াদ রেখেছিল ৷

 

 যেটিকে ইতিহাসের পাতায় উসমানিয়া সালতানাত বলে জানা যায় ৷ আর এই সালতানাত ৬০০ থেকে ৭০০ বছর পর্যন্ত রাজত্ব করেছিল ৷

 

 সেই সময় শত্রুপক্ষের এমনটি সাহস হতো না, যে তারা মুসলিমদের গায়ে হাত লাগাবে ৷ 

No comments

Powered by Blogger.